হাসপাতালে ভর্তি রোগী বেড থেকে নেমে বাইরে বেরিয়ে গাছের মগডালে উঠে পড়ল রোগী। আর দুপুরে এমনই ঘটল কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আচমকাই দেখা যায় এক রোগী মগডালে উঠে পড়েছেন। বারবার দমকলকর্মীরা ওই রোগীকে নামতে বললেও নামতে চাননা রোগী। হুমকি দিচ্ছেন ওই উঁচু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন বলে। গোটা হাসপাতালে ভিড় জমে যায় এই দৃশ্য দেখার জন্য। প্রায় চল্লিশ মিনিট চেষ্টা করার পর ওই মহিলা রোগী ডাল থেকে নামান দমকলকর্মীরা। জানা গিয়েছে ওই রোগী মানসিক ভারসাম্যহীন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে তাঁর নির্দিষ্ট বেডে নিয়ে যান।
Be the first to comment