নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটারদের আধিক্য রয়েছে। ওই কেন্দ্রে আবার সাংসদ বিজেপির জগন্নাথ সরকার। ফলে এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের উদ্দেশে বার্তা দেবেন বলে মনে করা হচ্ছিল। এদিনের সভা থেকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী। মতুয়াদের নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে অভিযোগ করেন তিনি।
পাশাপাশি তিনি জানিয়েছেন যে উদ্বাস্তুদের জন্য তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। উদ্বাস্তুদের নিঃশর্তে জমি পাওয়ার ব্যবস্থাও করেছেন বলে দাবি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “মতুয়া সম্প্রদায়ের জন্য বোর্ড করে দিয়েছি। 10 কোটি টাকা দিয়েছি।”
অসমের এনআরসির প্রসঙ্গ তিনি টেনে এনেছেন। আর তার সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের তৈরি করা সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গ টেনে আনেন। ওই আইন কিছুতেই পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তাই জনতার কাছে তাঁর আবেদন যে বিজেপিকে বাংলা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হোক।
Be the first to comment