মধ্যরাতের লোকসভায় পাশ হলো নাগরিকত্ব বিল, পক্ষে ৩১১- বিপক্ষে ৮০

Spread the love

মধ্যরাতে লোকসভায় পাশ হল নাগরিকত্ব সংশোধন বিল। লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এনডিএ-র শরিক দলগুলি নিয়ে সেই গরিষ্ঠতা আরও বড়। কিন্তু এর পরেও বিল নিয়ে ভোটাভুটি চান বিরোধীরা। বিলের পক্ষে ভোট পড়ে ৩১১টি। আর বিলের বিপক্ষে ৮০টি ভোট পড়ে। ফলে পাশ হয় বিলটি।

লোকসভায় নাগরিকত্ব বিল পাশ করে অমিত শাহ বলেন, কোনও ধর্মের মানুষ যেন নরেন্দ্র মোদীর সরকারকে ভয় না পান। যাঁরা স্বদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়েছেন, নাগরিকত্ব বিল তাঁদের দুর্দশা লাঘব করবে। অমিত শাহের দাবি, ওই বিলে ১৩০ কোটি ভারতীয় নাগরিক সম্মতি জানিয়েছেন। বিরোধীরা বলেছিলেন, প্রস্তাবিত বিলটি মুসলিম বিরোধী। অমিত শাহ সেকথা উড়িয়ে দেন। তাঁর কথায়, “নাগরিকত্ব সংশোধনী আইন দেশের ১৩০ কোটি মানুষ অনুমোদন করেছেন। ২০১৪ ও ২০১৯ সালে বিজেপির ইশতেহারে ওই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*