মন্তেশ্বর, কালনা গেট বার বার তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক :- ফের বিক্ষোভে পরলেন দীলিপ ঘোষ। মন্তেশ্বরে গাড়ি আটকে দেওয়া হল বিজেপি প্রার্থীর। সরব হলেন তৃণমুল কর্মী সমর্থকরা। দীলিপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়ে রাস্তা আটকে দেয় তৃণমুল কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে নামলো বিশাল পুলিশ বাহিনী।
সোমবার সকাল থেকে মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই চলছিল বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রের ভোট। বিক্ষিপ্ত কিছু অভিযোগ থাকলেও, পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণেই। এমনকী সমগ্র প্রচারপর্বে একে অপরের বিরুদ্ধে চোখা চোখা বাক্যবাণ ছোড়া সত্ত্বেও ভোটের দিন দেখা হতেই একে অপরকে জড়িয়ে ধরেন কীর্তি ও দিলীপ। কিন্তু দুপুর গড়াতেই বেঁধে গেল ধুন্ধুমার।
মন্তেশ্বরের তুল্লাবাজারে দীলিপ ঘোষকে দেখা মাত্র “গো – ব্যাক ও জয় বাংলা” শ্লোগান দেয় তৃণমুল কর্মী সমর্থকরা। গাড়ি আটকে দেওয়া হয় তাঁর, গাড়ি এগোতে চাইলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তারপরেই পাথর ছুঁড়ে ভাঙ্গা হয় দীলিপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের গাড়ির কাঁচ, বাদ যায়নি সংবাদ মাধ্যমের গাড়িও। জখম হন এক নিরাপত্তা কর্মী।
পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল, অভিযোগ দিলীপ ঘোষের। এরপর নিরাপত্তা কর্মীরা কোনওক্রমে বিজেপি প্রার্থীকে ওই এলাকা থেকে বার করে নিয়ে যান।
শেষ পাওয়া খবরে জানা যায় মন্তেশ্বরের কালনা গেটে আবারো বিজেপি প্রার্থী দীলিপ ঘোষের ওপর আক্রমন চালায় তৃণমুল কর্মীরা। গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়, জখম হন নিরাপত্তা কর্মী। এইভাবে বারংবার তৃণমুল কর্মীদের বিক্ষোভের মুখে পড়ছেন বিজেপি প্রার্থী দীলিপ ঘোষ।
দিলীপ ঘোষকে ঘিরে তৃণমূলের বিক্ষোভের ঘটনায় সক্রিয় হল নির্বাচন কমিশন। দিল্লি থেকে দফায় দফায় ফোন এল মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে । কী হয়েছে বিস্তারিত জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন। অ্যাকশন টেকন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*