মমতাকে সরাতে কেন্দ্রীয় ক্ষমতার ব্যবহার? এবার সরব শিবসেনা

সমস্ত অসাম্প্রদায়িক দলগুলোকে এক হওয়ার বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের

Spread the love

তৃণমূল নেত্রীর পাশে থাকার আবেদন এল সুদূর মুম্বই থেকে। মহারাষ্ট্রের ক্ষমতাসীন দল শিবসেনার মুখপত্র সামনায় এই আবেদন করা হয়েছে। আর এর কারণ হিসেব বলা হয়েছে, বিজেপি তৃণমূল ভাঙার চেষ্টা করছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা উচিত।

শিবসেনা ভারতীয় রাজনীতিতে এতদিন ছিল বিজেপির শরিক দল। কিন্তু কয়েক মাস আগে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর দুই দলের সম্পর্ক ভেঙে গিয়েছে। এখন বিজেপির বিরুদ্ধে প্রায়ই সরব হতে দেখা যায় উদ্ধব ঠাকরের দলকে।

সেভাবেই দলের মুখপত্র সামনায় বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর কথা বলা হয়েছে। লেখা হয়েছে, বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছেন। আর তৃণমূল কংগ্রেস ভাঙার চেষ্টা করছে বিজেপি। তাই বিরোধী শক্তিগুলির উচিত মমতার পাশে দাঁড়ানো।

এদিন এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ১৩০ নম্বর ওয়ার্ডের তৃণমূল বঙ্গ ধনী যাত্রাতে এসে বললেন মানুষ মমতার সঙ্গেই রয়েছে কিন্তু মমতাকে ক্ষমতাচ্যুত করার জন্য ও ক্ষমতা দখলের জন্য বিজেপি সব রকমের প্রচেষ্টা করছে. অপপ্রচার,কুৎসা, অর্ধসত্য, অসত্য কথা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে। এদের বিরুদ্ধে পার্থ চট্টোপাধ্যায় বললেন পশ্চিমবঙ্গের সমস্ত অসাম্প্রদায়িক দলগুলো মমতার সঙ্গে এক হতে হবে। মমতা ব্যানার্জি একমাত্র এদের সঙ্গে লড়তে পারবে তাই সব দলকে মমতা ব্যানার্জির পাশে আসার অনুরোধ জানালেন পার্থ চট্টোপাধ্যায়। অমর্ত্য সেনকে নিয়ে যা বক্তব্য রেখেছেন বিজেপি তাদের সঙ্গে বাংলার কোন সম্পর্ক নেই বাংলা সংস্কৃতি সম্বন্ধে তারা অবগত নয়, না হলে এই রকম কুরুচিকর মন্তব্য করে অমর্ত্য সেনের সম্বন্ধে?দিলীপ ঘোষ এর বক্তব্য অভিষেক ব্যানার্জীর স্ত্রী বহিরাগত, রোজি দিলীপ ঘোষকে টিভিতে বেঁচে থাকতে হবে সংবাদমাধ্যমে বেঁচে থাকতে হবে তার জন্য তিনি আজগুবি কথাবার্তা বলছে. বিজেপি প্লেন ভাড়া করে বাইরে থেকে লোক নিয়ে আসছে. রাজ্যপালের বক্তব্যে উনি রাজ্যপালের মাথা খারাপ. ওনার মাথা দেখানো উচিত বিনা পয়সায় অনেক চিকিৎসা সুবিধা আছে রাজ্যে উনার চিকিৎসালয় যাওয়া উচিত।

.

পশ্চিমবঙ্গে ক্ষমতা থেকে তৃণমূলকে সরাতে কেন্দ্রীয় সরকারকে ব্যবহার করা হচ্ছে বলে সামনায় অভিযোগ করা হয়েছে । শিবসেনার মুখপত্রে বলা হয়েছে, গণতন্ত্রে রাজনৈতিক পরাজয় স্বাভাবিক ব্যাপার । কিন্তু, মমতাকে ক্ষমতা থেকে সরাতে কেন্দ্রকে যেভাবে ব্যবহার হচ্ছে, তা দুঃখজনক।

একই সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার কথা বলা হয়েছে সেখানে। বিরোধীরা যে একজোট হতে পারছে না, সেই কথাও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভার নির্বাচনের অনেক আগে থেকেই বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় যারা বিজেপির শরিক ছিল, সেই রকম অনেক দলের সঙ্গেও কথা বলেন তৃণমূল নেত্রী। সেই তালিকায় উদ্ধব ঠাকরেও ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*