মমতার তোষণ নীতির জন্যই পশ্চিমবঙ্গের শান্তি পরিস্থিতি বিঘ্নিত হচ্ছেঃ কেশরীনাথ ত্রিপাঠী

Spread the love

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে মেয়াদ শেষ কেশরীনাথ ত্রিপাঠীর ৷ আগামী ৩১ জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে তাঁর শেষদিন। সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবী জগদীপ ধনকর যে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন, সে কথাও ঘোষণা হয়ে গিয়েছে আগেই। তবে বিদায় লগ্নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন কেশরীনাথ ত্রিপাঠী। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর তোষণ নীতির জন্যই পশ্চিমবঙ্গের শান্তি পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে। 

প্রসঙ্গত, এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেশরীনাথ ত্রিপাঠী বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোষণ নীতির জন্য বাংলায় শান্তি বিঘ্নিত। বাংলার সমস্ত নাগরিককেই সমান চোখে দেখা উচিত।

তবে শুধু এখানেই থেমে থাকেননি ত্রিপাঠী। তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে সম্প্রীতি নষ্টের জন্যও মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে আবেগ নিয়ন্ত্রণ করারও উপদেশ দিয়েছেন তিনি। বিদায়ী রাজ্যপাল বলেন, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির প্রয়োজন। 

এদিকে কেশরীনাথ ত্রিপাঠীর এমন মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। তাঁকে তীব্র ভর্ৎসনা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থবাবু বলেন বিদায়ের আগে বিজেপির কাছে পয়েন্ট বাড়ানোর চেষ্টা করছেন উনি। তিনি ক্ষমতায় থাকাকালীন রাজভবন বিজেপির কার্যালয়ে পরিণত হয়েছিলো। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন কেশরীনাথ ত্রিপাঠী রাজ্যপাল থাকাকালীন এসব কথা বলেননি কেন?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*