মমতার নন্দীগ্রামে প্রার্থী হওয়ার প্রশ্নে মেজাজ হারালেন শুভেন্দু

Spread the love

নন্দীগ্রামে দাঁড়িয়ে নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী? কি বলবেন? সাংবাদিকের প্রশ্নে কার্যত মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী। শুধু মেজাজ হারানোই নয়, নমস্কার করে শুভেন্দুর মন্তব্য SORRY!! হঠাত তাঁর এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তাহলে কি ভয় পেয়েছেন শুভেন্দু? মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণার পরেই সৌগত রায় চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, সাহস থাকে তো ওই নন্দীগ্রামেই দাঁড়িয়ে দেখাক এবার শুভেন্দু।

দীর্ঘদিন পর আজ সোমবার নন্দীগ্রামে পা রাখেন তৃণমূল সুপ্রিমো। এদিনের বক্তব্যের শুরু থেকেই তিনি যে নন্দীগ্রামের কাছের মানুষ তা বোঝাতে শুরু করেন নেত্রী। তিনি বলেন, কীভাবে ভুলব নন্দীগ্রামকে। আন্দোলনকে কি ভোলা যায়। এরপরেই নন্দীগ্রামের সঙ্গে তাঁর আত্মার টান বোঝাতে আগামী বিধানসভা নির্বাচনে ওই বিধানসভা কেন্দ্রে নিজেকেই প্রার্থী হিসাবে ঘোষণা করেন নেত্রী মমতা।

তিনি হঠাৎই বলেন, ‘আমি নন্দীগ্রামে দাঁড়ালে কেমন হয়? ভাবছিলাম৷ একটু ইচ্ছে হল৷ আমি হয়তো ইলেকশনের সময় টাইম দিতে পারব না৷ কারণ আমাকে ২৯৪টা আসনে লড়তে হবে৷ আপনারা কাজটা করবেন, বাকি কাজটা পরে করে দেব৷ এমন দল কোথাও দেখেছেন ভালবাসার টানে নিজের আবগকে আমি ধরে রাখতে পারবনা ৷

এর পরেই মমতা নিশ্চিত করে মমতা আরও বলেন, ‘নন্দীগ্রাম থেকে আমি দাঁড়াব৷ আপনাদের আমি বলে গেলাম৷ কার্যত হঠাত করেই তাঁর এই ঘোষণা সবাইকে অবাক করে দেয়। রাজনৈতিকমহলের মতে, শুভেন্দুকে কার্যত চাপে ফেলতেই মুখ্যমন্ত্রীর এহেন ঘোষনা।

এরপরেই কলকাতায় মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণার বিষয়ে প্রশ্ন করা হয় শুভেন্দু অধিকারীকে। জানতে চাওয়া হয় তাঁর প্রতিক্রিয়া। সাংবাদিকের এহেন প্রশ্ন শুনেই কার্যত কিছুটা মেজাজ হারান নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। সাংবাদিককে নমস্কার করে জাস্ট বলে দেন, সরি! হঠাত এমন প্রশ্নে মেজাজ হারানো নিয়ে তৃণমূলের কটাক্ষ, মুখ্যমন্ত্রীর এহেন ঘোষণাতে ভয় পেয়েছেন শুভেন্দু।

তবে রাজনৈতিকমহলের মতে, শুভেন্দু অনেক সংযত! কোথায় কি বলতে হয় তিনি জানেন। ইতিমধ্যে নন্দীগ্রামে মমতার পালটা সভা করার ডাক দিয়েছেন জননেতা। পালটা সভায় লক্ষাধিক মানুষের ভিড় হওয়ার টার্গেট নিয়েছেন তিনি। শুধু তাই নয়, পালটা সভা থেকেই যে মুখ্যমন্ত্রীর সমস্ত প্রশ্নের জবাব তিনি দেবেন তা জানিয়ে রেখেছেন শুভেন্দু অধিকারী। ফলে মনে করা হচ্ছে নন্দীগ্রামে তৃণমূলের পালটা সভা থেকেই হয়তো মুখ্যমন্ত্রী মাস্টারস্ট্রোকের জবাব দেবেন প্রাক্তন বিধায়ক।

অন্যদিকে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় দক্ষিণ কলকাতা থেকে রোড শো রয়েছে শুভেন্দু। সেখান থেকেও হয়তো প্রার্থী হওয়ার বিষয়ে কোনও মন্তব্য করতে পারেন শুভেন্দু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*