রাজ্যসরকারের প্রতিটি প্রকল্পকে আসুন বিশদে জানি
প্রকল্পের নাম- সবুজশ্রী
দফতরের নামঃ বন দফতর
এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মগ্রহণের পরপরই একটি মূল্যবান গাছের চারা দেওয়া হবে। শিশুটির সাথে সাথে চারাটিও বড়ো হবে, শিশুর পরিবার শিশু ও চারা দুটোকেই সযত্নে লালনপালন করবে। শিশুটি বড়ো হলে তার প্রয়োজনে ঐ চারা থেকে বেড়ে ওঠা বৃক্ষটিকে আর্থিক কারনে বা প্রয়োজনে ব্যবহার করতে পারবে। এরফলে শিশুটির ভবিষ্যতের আর্থিক সুরাহার পাশাপাশি গাছটি এতগুলো বছর ধরে “জীবজগৎ”- কেও অনেক কিছু দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬র ১৯শে ডিসেম্বর এই প্রকল্পের সূচনা করেন।
প্রকল্পের সুবিধাভোগী প্রত্যক্ষভাবে রাজ্যের প্রতিটি নবজাতক এবং পরোক্ষভাবে প্রতিটি রাজ্যবাসী।এটি একটি বহুমুখী পরিকল্পনা। এই প্রকল্পের মাধ্যমে “সবুজ বাংলা” গড়ে তোলা হচ্ছে। অন্যদিকে প্রকৃতি ও মানবসন্তান এর মধ্যে যে অচ্ছেদ্য সম্পর্ক ও অনুভূতি গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে তা নিঃসন্দেহে অভিনব।
রাজ্যের প্রতিটি নবজাতকেরাই এই প্রকল্পের সুযোগ পাবে। প্রতিটি শিশু জন্মানোর পর বন দফতর থেকে তারা বাবা- মায়ের সঙ্গে যোগাযোগ করে এই চারা তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
Be the first to comment