মমতা চাইলে ২ দিনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকাঃ অমিত শাহ

Spread the love

পাখির চোখ, ২০২১-এর বিধানসভা ভোট। তার আগে বাংলায় দলের নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল সভায় রীতিমতো আক্রমণাত্মক অমিত শাহ। মঙ্গলবার তীব্র আক্রমণ শানালেন শাসক দল তৃণমূলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই বাংলার কৃষকরা কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি অমিত শাহের। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে বাংলার কৃষকদের অ্যাকাউন্টে ২ দিনের মধ্যে কেন্দ্র টাকা পাঠাতেও তৈরি রয়েছে বলে দাবি অমিত শাহের।

করোনা আবহে বঙ্গ বিজেপির সঙ্গে ভার্চুয়াল সভায় দলের শীর্ষ নেতা অমিত শাহ। ২০২১-এর আগে দলের তৃণমূলস্তর পর্যন্ত নেতা-কর্মীদের চাঙ্গা করতে দিলেন একের পর এক ভোকাল টনিক। একদিকে বর্তমান রাজ্য সরকারের আমলে দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে যেমন সরব হলেন, ঠিক তেমনি শাহের রোষের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই রাজ্যের কৃষকরা কেন্দ্রের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি অমিত শাহের। এই প্রসঙ্গে অমিত শাহ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সংকীর্ণ রাজনীতির জেরেই বাংলার কৃষকরা কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেই বাংলার কৃষকদের অ্যাকাউন্টে ২ দিনের মধ্যে কেন্দ্র টাকা পাঠাতে তৈরি রয়েছে।’

পাশাপাশি ভার্চুয়াল সভা থেকেই রাজ্যবাসীকে আগামী বিধানসভা ভোটে বিজেপিকে সমর্থন করতে আহ্বান জানিয়েছেন অমিত শাহ। তাঁর কথায়, ‘যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে সেখানেই উন্নয়ন হয়েছে। একবার বিজেপিকে বাংলায় সুযোগ দিন। সোনার বাংলা বানাবে বিজেপি।’

রাজনৈতিক হিংসা নিয়েও পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের কড়া সমালোচনায় অমিত শাহ। রাজ্য সরকারকে তোপ দেগে শাহ বলেন, ‘বাংলাতেই সবচেয়ে বেশি রাজনৈতিক হিংসা। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক হিংসাকে রাজ্য থেকে দূরে সরিয়ে রাখবে।’

মোদী সরকারের জনধন প্রকল্প নিয়ে এক সময় বিরোধীরা একের পর এক সমালোচনা করেছিলেন। রাহুল গান্ধী-সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সেই সমালোচনা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি অমিত শাহের।

অমিত শাহ বলেন, ‘জনধন প্রকল্পে ৬০ কোটি গরিবের জীবনে পরিবর্তন এসেছে। করোনা-কালে জনধন প্রকল্পের অ্যাকাউন্টগুলিতে ৫১ কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার।’

তবে ওয়াকিবহাল মহলের মতে, ভার্চুয়াল সভা করে একদিকে যেমন দলের তৃণমূল-স্তর পর্যন্ত নেতা-কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করলেন শাহ, ঠিক তেমনি শাসক তৃণমূলকেও কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে কেন্দ্রীয় প্রকল্পগুলিকে ঢাল হিসাবে ব্যবহার করলেন বিজেপির এই শীর্ষ নেতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*