দীর্ঘদিনের জলের সমস্যা মেটাতে এবার পাহাড়ে এক নতুন প্রকল্প চালু করার ভাবনা রাজ্য সরকারের। জানা যায়য় এই প্রকল্পের নাম ঝর্ণাধারা। জলের সমস্যা মেটানোর জন্য ইতিমধ্যেই প্রচুর পদক্ষেপ নিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই অঞ্চলে। এই প্রকল্প চালু হলে পাহাড়ের পাশাপাশি উত্তরবঙ্গের বিরাট সংখ্যক মানুষ উপকৃত হবেন।
কিভাবে করা হবে জল সংরক্ষণ? জানা যায়, এই প্রকল্প বাস্তবায়িত করতে পাহাড়ি ঝর্ণাগুলির সমীক্ষা করা হবে। ঝর্ণার জলই পরিশোধন করে সরবরাহ করা হবে। এরফলে জলের সমস্যা মিটবে আশাবাদী সকলে।
Be the first to comment