ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের ১৯টি বড় শহরের মধ্যে সবথেকে নিরাপদ শহর হল কলকাতা। এদিকে বিগত কয়েক বছরের তুলনায় অপরাধের সংখ্যা কমেছে কলকাতায়। মঙ্গলবার এনসিআরবির প্রকাশিত রিপোর্টে দেখা যাচ্ছে যে কলকাতায় অপরাধের হার কমেছে বিগত বছরের তুলনায়। দেখা গিয়েছে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে দেশের সবথেকে বড় শহরগুলিতে অপরাধের সংখ্যা বেড়েছে। সেখানে তথ্য অনুযায়ী কলকাতায় অপরাধের সংখ্যা কমেছে।
২০১৮ সালে কলকাতায় ১৯ হাজার ৬৮২টি অপরাধ হয়েছিল। ২০১৯ সালে সেই সংখ্যা কমে হয় ১৭ হাজার ৩২৪। ২০২০ সালে অপরাধের সংখ্যা কমে হয়েছে ১৫ হাজার ৫১৭। কলকাতায় কমেছে নারীদের উপর অপরাধ অন্যান্য শহরের তুলনায় কম। দিল্লিতে যেখানে পণের জেরে মারা গিয়েছিলেন ১১১ জন। কলকাতায় সংখ্যাটা মাত্র ৯। তবে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচারের সংখ্যা বেড়েছে।
এদিকে ২০২০ সালে কলকাতায় ধর্ষণের সংখ্যা ছিল ১১। দিল্লিতে ধর্ষণের ঘটনা ঘটে ৯৬৭টি, জয়পুরে ধর্ষণের ঘটনা ঘটে ৪০৯টি, মুম্বইতে ধর্ষণের ঘটনা ঘটে ৩২২টি, বেঙ্গালুরুতে সংখ্যাটা ১০৮টি। এদিকে অপহরণের ক্ষত্রে কলকাতার থেকে দিল্লি, মুম্বই, জয়পুর, লখনউ-সহ দেশের বেশিরভাগ শহরই ‘এগিয়ে’। কলকাতায় ২০২০ সালে ৩০৮টি অপহরণের ঘটনা ঘটেছে।
সার্বিক ভাবে কলকাতায় প্রতি ১ লক্ষ মানুষ পিছু অপরাধের হার ১২৯.৫। সেখানে দিল্লিতে প্রতি ১ লক্ষ মানুষ পিছু অপরাধের হার ১৬০৮.৬, চেন্নাইতে সেই হার ১৯৩৭.১, আহমেদাবাদে ১৩০০, সুরাতে ১৩০০ এবং মুম্বইতে প্রতি ১ লক্ষ মানুষ পিছু অপরাধের হার৩১৮.৬।
Be the first to comment