মাত্র ৬০ বছরেই চলে গেলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র। ফুটবল জগতে শোকের ছায়া। ১৯৮৬-র আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক মারাদোনা ক্লাব পর্যায়ে বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি ও সেভিলার হয়ে। নাপোলির হয়েই ক্লাব পর্যায়ে তাঁর সাফল্য সবচেয়ে বেশি। ১৯৮৭ ও ১৯৯০-এ সিরি এ, ১৯৮৭-তে ইতালিয়ান কাপ ও ১৯৯১-তে ইউরোপিয়ান কাপ জয়।
আর্জেন্টিনার বর্তমান ফুটবল তারকা লিওনেল মেসি ইনস্টাগ্রামে শোকবার্তায় লিখেছেন, আর্জেন্টিনা ও ফুটবলের কাছে খুবই দুঃখের দিন। তিনি আমাদের ছেড়ে গিয়েছেন, কিন্তু চলে যাননি। কারণ, দিয়েগো তো চিরন্তন। আমি ওঁর সঙ্গে কাটানো সুন্দর সময়গুলি মনের মণিকোঠায় রেখে দিয়েছি। আমি তাঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই।
Be the first to comment