মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ নিয়ে মুখ খুললেন শিক্ষা পর্ষদ

Spread the love

রোজদিন ডেস্ক :- ২০২৪সালের মাধ্যমিক পরীক্ষার ফল কবে প্রকাশ হবে সেই নিয়ে মুখ খুললেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যেই অসম, উত্তরপ্রদেশ, রাজস্থানের মত অন্যান্য রাজ্যে বোর্ড পরীক্ষার ফল প্রকাশ হয়ে গিয়েছে।
সোমবার মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানালেন যে, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে পর্ষদ। তবে এপ্রিল মাসে যে কোনো ভাবেই ফল প্রকাশ হচ্ছে না, সেটাও স্পষ্টতই জানিয়ে দিয়েছেন তিনি। আশা করা যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। তবে নির্দিষ্ট কোনো তারিখ তিনি জানান নি। তিনি শুধু জানিয়েছেন লোকসভা নির্বাচনের জন্য মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।
এইবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে, এবং শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। সেক্ষেত্রে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ৯০ দিনের ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে। পর্ষদ সূত্রে খবর অতদিন অপেক্ষা করতে হবে না, তার আগেই ফল প্রকাশ হবে।
পর্ষদ সূত্রের খবর অনুযায়ী –
wbresults.nic.in ও
www.wbbse.wb.gov.in
এই অফিসিয়াল ওয়েবসাইট গুলি থেকে পরীক্ষার্থীরা রেজাল্ট ডাউনলোড করতে পারবে। এবছর প্রায় ১০ লক্ষের কাছাকাছি ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*