রোজদিন ডেস্ক :-
আজ, বুধবার দুপুর ২টো নাগাদ প্রকাশ্যে দিবালোকে মালদা গাজোল সমবায় ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটল। প্রায় ছয় লক্ষ টাকা লুঠ করে নিয়ে গেছে,বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ব্যাঙ্কের ক্যাশিয়ার। ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। ভরদুপুরে সমবায় ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। এই দুঃসাহসিক ডাকাতি পূর্ব–পরিকল্পিত বলে মনে করছে পুলিশ। ব্যাঙ্কের হিসাবরক্ষককে গুলি করে পালানোর সময় বোমা ফাটায় ডাকাতরা। আহত ব্যাঙ্কের কর্মীকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গাজোলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাঙ্কে। এই ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পলাতক ডাকাতদের খোঁজে চলছে পুলিশের তল্লাশি অভিযান। গুলি লাগে ব্যাঙ্কের ক্যাশিয়ারের পেটে। আহত ক্যাশিয়ারকে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘড়ি রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব এই ডাকাতির বিষয়ে বলেন, ‘পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ ধরে দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে। আর জেলাজুড়ে নাকা চেকিং শুরু হয়েছে।’
Be the first to comment