লোকসভা নির্বাচনের শেষ দফায় কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। তবে সকাল থেকে ঠিকঠাকভাবে ভোটগ্রহণ চললেও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উঠে এসেছে অভিযোগ। বুথে ঢুকতে বাধা দেওয়া হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা বাধে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়ের। জানা যায় আজ রবিবার ভোটের সকালে মুদিয়ালির ৭২ নং বুথে যান তৃণমূল প্রার্থী মালা রায়৷ সেখানে তাঁকে বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্র বাহিনীর জওয়ানরা৷ এমনকি প্রার্থী পরিচয়েও ঢুকতে বাধা দেওয়া হয়। আর এর জেরেই জওয়ানদের সঙ্গে বচসা বাধে মালা রায়ের।
এদিকে ডায়মন্ড হারবারে ভোটারদের মারধারের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। জানা যায় ভোটারদের সঙ্গে ধাক্কাধাক্কিতে শাড়ি ছেঁড়ে এক মহিলা ভোটারের৷ আর এই ঘটনার জেরেই এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নূরপুর প্রাইমারি স্কুলের ২১,২২ নং বুথের সামনে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়।
Be the first to comment