রোজদিন ডেস্ক:- তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দু অধিকারীকে বারবার গদ্দার বলে আক্রমণ করেছে তৃণমূল। বৃহস্পতিবার রায়গঞ্জের প্রচার সভা থেকে মিঠুন চক্রবর্তীকেও গদ্দার বলে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বাংলার আরও এক গদ্দারের নাম মিঠুন চক্রবর্তী।
মমতা যখন একথা বলছেন তখন মিঠুন চক্রবর্তী উত্তরবঙ্গে উপস্থিত ছিলেন।শিলিগুড়ি থেকে বিজেপি প্রার্থীর রোড-শোর মধ্যে থেকেই পাল্টা জবাব দিয়েছেন তিনি। মিঠুনের কথায়, “গদ্দার ভদ্দার সর্দার সব আমি। যা ইচ্ছা ওঁকে বলতে বলুন। কিছু যায় আসে না।”
মিঠুনের আরও দাবি, “বিজেপির কর্মসূচিতে যত বেশি মানুষের ভিড় বাড়বে, তত ওঁর মাথা খারাপ হয়ে যাবে।’’
একসময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মিঠুন মন্তব্য করেছিলেন, তিনি তাঁর রাজনৈতিক গুরু।
সেই মিঠুনকেই বৃহস্পতিবারের সভা থেকে নাম করে নিশানা করলেন মমতা। বলেন, ”ওঁকে রাজ্যসভার সাংসদ করেছিলাম। কিন্তু আমি জানতাম না ও আরও একজন বড় গদ্দার। সেও আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে দিয়ে এসেছিল।”
মিঠুনের নাম না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ”যাদের কোনও আদর্শ নেই, জীবনযুদ্ধে যারা লড়তে ভয় পায়, তাঁদের আমি মানুষ বলে মনে করি না।”
Be the first to comment