মিড ডে মিলের হিসেব নিতে বাংলায় আসছে কেন্দ্রীয় দল

Spread the love

বাংলার বিজেপি নেতৃত্ব তৃণমূল সরকারের সমালোচনায় এতটাই মত্ত, যে একের পর এক চিঠি লিখে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বাংলায় আনার চেষ্টা করেছেন তাঁরা। সেই ঘটনার জেরেই ফের বাংলায় আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল, এবার টার্গেট মিড ডে মিল। প্রধানমন্ত্রী শক্তি মিশনের অন্তর্গত এই প্রকল্পে কত খরচ হচ্ছে তার হিসেব চাইতে জানুয়ারিতেই রাজ্যে কেন্দ্রীয় দল। ইতিমধ্যেই রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্রিক তরফে তরফে ২০ জানুয়ারি তারিখটি ঠিক করা হলেও রাজ্য সম্মতি দিলে তবেই অফিসিয়ালি এই বিষয়ে বিবৃতি দেওয়া হবে বলে খবর।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার কেন্দ্রের টাকা যাতে পশ্চিমবঙ্গ সরকার না পায় সেই নিয়ে একাধিক পদক্ষেপ করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন যে কেন্দ্র থেকে প্রাপ্য টাকা না মেলায় একাধিক প্রকল্প আটকে রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থতা করার জন্যই বাংলার মানুষের কথা না ভেবে, একের পর এক প্রকল্পের বরাদ্দ আটকে দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি সরকার। মিড ডে মিলের জন্য যে সামান্য টাকা কেন্দ্র দেয় তাতে পড়ুয়াদের পেট ভরা খাবার দিতে সমস্যায় পড়েন মিড ডে মিলের কর্মী ও আধিকারিকরা। এবার সেই টাকাতেও কোপ বসাতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল, বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

মিড-ডে মিলের খাবারের গুণগত মান পরীক্ষা করতে রাজ্যে আসছে কেন্দ্রীয় দল বলে বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। পুষ্টি বিশারদ, চিকিৎসক, কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের নিয়ে বৈঠক হবে।সরেজমিনে পরিদর্শন করবে প্রতিনিধি দল। ইতিমধ্যেই গোটা বিষয়ের উল্লেখ করে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*