রবিবার হলদিয়ায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, রাজ্য সরকারের জন্যই কৃষক সম্মান নিধি প্রকল্পে আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের কৃষকরা৷ এমন কি, রাজ্যে ক্ষমতায় এলে মন্ত্রীসভার প্রথম বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বকেয়া সমস্ত পাওনা কৃষকদের মিটিয়ে দেওয়া হবে বলেও আশ্বস্ত করেছিলেন প্রধানমন্ত্রী৷
তার চব্বিশ ঘণ্টার মধ্যেই প্রধানমন্ত্রীকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন পাল্টা প্রধানমন্ত্রীকে ‘মিথ্যেবাদী’ কটাক্ষ করেছেন ৷ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদীর সব সময় মিথ্য কথা বলা অভ্যাস হয়ে গিয়েছে৷ ওরা একটা আলাদা পোর্টাল করেছে। আমাদের ভেরিফিকেশন করতে বলেছে৷ ৬ লক্ষ কৃষকের আমরা ইতিমধ্যেই আড়াই লক্ষ ভেরিফিকেশন করেও পাঠিয়েছি৷ আর কী করতে পারি।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাজ্য সরকার চায় ভাগ চাষি এবং ক্ষেত মজুররা কেন্দ্রের এই প্রকল্পের সুবিধে পাক৷ আমফানের ত্রাণ নিয়েও কেন্দ্রকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি অভিযোগ করেন, আমফানের পর কেন্দ্রের তরফে রাজ্যকে মাত্র এক হাজার কোটি টাকা দেওয়া হয়েছে৷ মমতার কথায়, ‘এমন নির্দয় সরকার আমি কোনওদিন দেখিনি ৷ বিধানসভায় দাঁড়িয়েই এদিন মুখ্যমন্ত্রী আক্রমণাত্মক সুরে বলেন, বাংলাই ওদের টার্গেট৷ কিন্তু গুজরাত বাংলা শাসন করবে না ৷
Be the first to comment