মুখোমুখি ক্লাস নয়, করোনা সতর্কতায় বড়ো সিদ্ধান্ত IIT মুম্বাইয়ের

Spread the love

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার । মহারাষ্ট্রের অবস্থা সবথেকে শোচনীয়।এমতাবস্থায় পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল বম্বে আইআইটি।

মুম্বইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফে জানানো হয়েছে, এবছর আর কোনও কলেজে গিয়ে মুখোমুখি ক্লাস হবে না । সব ক্লাসই হবে অনলাইনে ।

গতকাল রাতে একটি ফেসবুক পোস্টে আইআইটি বম্বের ডিরেক্টর, অধ্যাপক শুভাশিস চৌধুরী জানান , “দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।” আইআইটি বম্বের ক্ষেত্রে সবসময়েই প্রথম অগ্রাধিকার পায় পড়ুয়ারা । এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় । তাই পড়ুয়াদের সহায়তা করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পড়ুয়াদের পরবর্তী সেমিস্টারের জন্যে পড়াশুনো শুধুমাত্র অনলাইনেই হবে।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*