মৌসম মুখার্জী :- আসানসোল ও দুর্গাপুর শিল্পাঞ্চলে অসংখ্য বেসরকারি শিল্প সংস্থা ও সরকারি সংস্থা রয়েছে। এই সব সংস্থায় চুক্তিভিত্তিক প্রচুর অদক্ষ ( unskilled ) শ্রমিক নিয়োগ করা হয় সারা বছর ধরে। কিন্তু এই শ্রমিক নিয়োগ কে কেন্দ্র করে নানাবিধ অভিযোগ শিল্প সংস্থা সহ বিভিন্ন মহল থেকে সরকারের কাছে করা হয়েছে। এই সমস্যা নিরসনে রাজ্যের শ্রম দপ্তরের পক্ষ থেকে বিগত 2022 সালের নভেম্বর মাস থেকে ‘ কর্মসংবাদ ‘ নাম দিয়ে যে পোর্টাল চালু করা হয়েছে সেটি নিয়ে আজ আসানসোল শ্রমিক ভবনে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। দুর্গাপুর ও আসানসোল এর 40 টির বেশী শিল্পের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন। রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোল ফিল্ড, ইস্কো, ডিএসপি সহ অসংখ্য বৃহৎ শিল্পের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শ্রম , আইন ও বিচার বিভাগের মন্ত্রী এই কর্মশালার উদ্বোধন করেন। পশ্চিম বর্ধমানের জেলাশাসক, আসানসোল দুর্গাপুর এর পুলিশ কমিশনার প্রথম পর্যায়ে এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
বিগত দেড় বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চলে এই পোর্টালের মাধ্যমে 7500 জনের বেশি অদক্ষ শ্রমিক বিভিন্ন শিল্পে নিয়োগ হয়েছেন। মন্ত্রী শ্রী মলয় ঘটক এবং পশ্চিমবঙ্গ ভবন ও অন্যান্য নির্মাণ শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে কিভাবে এই পোর্টালের মাধ্যমে নিয়োগ করা হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশে এই কর্মসংবাদ পোর্টাল চালু করা হয়েছে। আগামী 1 লা আগস্ট থেকে পশ্চিম বর্ধমান জেলার জন্য এই পোর্টাল চালু করা হবে।
কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধি সহ সমস্ত শিল্প সংস্থার প্রতিনিধিরা এই উদ্যোগ কে সমর্থন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের স্পেশাল লেবার কমিশনার শ্রী তীর্থঙ্কর সেনগুপ্ত, যুগ্ম সচিব শ্রী নরেন্দ্র নাথ দত্ত, যুগ্ম শ্রম কমিশনার শ্রী শ্যামল দত্ত, আসানসোল কর্পোরেশন এর ডেপুটি মেয়র শ্রী অভিজিৎ ঘটক সহ ট্রেড ইউনিয়ন প্রতিনিধি এবং শ্রম দপ্তরের আধিকারিক বৃন্দ।
Be the first to comment