চিরন্তন ব্যানার্জি :- বুধবার বিকালে কলকাতার ধনধান্যে স্টেডিয়ামের তোরণ ভেঙে পড়ে বিপত্তি। জখম ২ জন। এদিন ওই স্টেডিয়ামে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে উত্তমকুমার স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। মুখ্যমন্ত্রী পৌঁছানোর কিছু আগেই স্টেডিয়ামের প্রধান ফটকের ওপরে একটি তোড়ন লাগানো হয়েছিল। আচমকা সেটি ভেঙে পড়ে। যার জেরে ২ জন গুরুতর জখম হন। গুরুতর আহত ওই ২জনকে এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার জেরে স্টেডিয়াম চত্বরে সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে, অনুষ্ঠানের প্রেক্ষাগৃহে যখন আমন্ত্রিতরা ঢুকছিলেন তখনই ওই লোহার তোরণ ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলেন, তোরণটি লোহার স্ট্রাকচার দিয়ে তৈরি এবং সেখানে বিদ্যুৎ সংযোগও ছিল ফলে পরিস্থিতি আরও জটিল হয়। তবে স্টেডিয়াম কর্তৃপক্ষের তৎপরতার সঙ্গে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। জানা যাচ্ছে, ওই ফটক দিয়েই অনুষ্ঠানে প্রবেশের কথা ছিল মুখ্যমন্ত্রীর। ফলে তোরণের বাকি অংশও দ্রুত সরিয়ে ফেলা হয়। নির্ধারিত সময়ের কিছু পরে অনুষ্ঠানে পৌঁছান মুখ্যমন্ত্রী। কিন্তু, কীভাবে ওই তোরণটি ভেঙে পড়লো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় প্রশাসন।
Be the first to comment