মুম্বইয়ের বান্দ্রার শশীনগর এলাকার একটি বস্তিতে আগুন, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

Spread the love
দীপাবলি উদযাপন তখনও চলছে। হঠাৎই  অগ্নিকাণ্ড। মুম্বইয়ের বান্দ্রার শশীনগর এলাকার একটি বস্তিতে আগুন লাগে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছয় ১৫ টি ইঞ্জিন।
আগুন লাগার কয়েক মিনিটের মধ্য  দমকল পৌঁছে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানা যাচ্ছে। বান্দ্রার ওই এলাকার বিধায়ক জানাচ্ছেন, ১৫ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
দীপাবলির রাত বলে বাজি থেকে আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। তবে. বান্দ্রার শশীনগর এলাকায় কয়েক হাজার বার আগুন লাগার ঘটনা ঘটেছে। গত ১০ বছরে সংখ্যাটা ৪৮,৪৩৪ বার। বৃহসপ্তিবারের অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা না ঘটলেও,  আতঙ্কিত বস্তিবাসী।
বার বার বান্দ্রার ওই একই এলাকাতে আগুন কেন লাগছে জানতে চেয়ে আরটিআই করেছিলেন সমাজকর্মী সাকিল আহমেদ শেখ। আরটিআই-কে তাঁর দেওয়া চিঠিতেই প্রায় ৫০ হাজার বার আগুন লাগার তথ্যটি উঠে আসে। চলতি বছরের ৩০ অক্টোবরই শশীনগর এলাকায় আগুন লেগেছিল। ১০টি সিলিন্ডার ফেটে আগুন লাগে বলে জানা যায়। ঘটনায় ৪ জন আহত হয়েছিলেন।
বেআইনি ভাবে বান্দ্রার ওই বস্তি বেড়ে উঠেছে বলে সূত্রের খবর। সেই কারণেই আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পরে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*