মুম্বই: মুম্বইয়ে গভীর ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্বাসরোধ হয়ে মারা গেলেন অন্তত ১৫জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ধোঁয়ায় দম আটকে মারা গিয়েছেন অন্তত ১৫ জন, তাঁদের মধ্যে ১২ জন মহিলা। এছাড়া অনেকেরই অবস্থা ভাল নয়, তাঁরা মূলত ভুগছেন শ্বাসকষ্টজনিত সমস্যায়। তাঁদের নিয়ে যাওয়া হয়েছে কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে।
ঘটনাটি ঘটে মুম্বইয়ের লোয়ার পারেল এলাকার কমার্শিয়াল হাব সেনাপতি বাপট মার্গের এই চত্বরে বহু ঝাঁ চকচকে এক রেস্তোঁরায়।
রাত সাড়ে বারোটা নাগাদ সেখানে ছিলেন অন্তত ৫০ জন। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আগুন লাগে রেস্তোঁরায় সর্ট সার্কিট থেকে, তারপরই তা দ্রুত ছড়িয়ে যায় মোজোস লাউঞ্জ ও লন্ডন পাব নামে আর দুটি রেস্তোঁরায়। অল্প সময়ের মধ্যেই তা গোটা বহুতল গ্রাস করে নেয়।
এখানকার বেশিরভাগ রেস্তোরাই অগ্নিনির্বাপন নিয়মকানুন যথাযথ মানেনা। তবে গোটা ব্যাপারটার তল্লাশি চলছে। ইতিমধ্যে ঐ রেস্তোরার মালিকের বিরুদ্ধে এফ আই আর করা হয়েছে।
Be the first to comment