আজ দাঁতনে সভা করেন শুভেন্দু অধিকারী৷ এদিকে ডায়মন্ড হারবারে শুভেন্দুকে আক্রমণ করে একের পর এক আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পাল্টা এদিন শুভেন্দু বলেন, তৃণমূলের একজন সাংসদ বলেছে মেদিনীপুরে বিশ্বাসঘাতক জন্ম নেয়। আমি বলি বর্ণ পরিচয়ের জনক বিদ্যাসাগর, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনি হাজরা, প্রথম তাম্রলিপ্ত সরকার সব মেদিনীপুরের। তিনি বলেন, মেদিনীপুরকে যারা বিশ্বাসঘাতক বলছেন, তাঁদের একুশে জবাব দেবেন তো?
তিনি আরোও বলেন, ‘ রাজ্য পুলিশে হবে না, কেন্দ্রীয় বাহিনী আসবে। ‘২২টি তৃণমূল সাংসদ, একটা কমেছে এখন, তাঁর মধ্যে ১১টি সাংসদ কলকাতার। ৪০ জন মন্ত্রীর মধ্যে ১১ জন কলকাতার। আর আমরা জেলার যারা? এই লড়াই গ্রামের লড়াই, জেলার লড়াই।’
Be the first to comment