বাংলার ২৯৪ আসনের মধ্যে ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ ৷ একুশের লক্ষ্যে বিজেপির ট্রাম্প কার্ড – ফর্মুলা ২৩ ৷
গত ৬ নভেম্বর কলকাতায় এসে সাংগঠনিক বৈঠক করেন অমিত শাহ। সেদিনই বার্তা দেন, ২৩ দফা কর্মসূচিকে সামনে রেখে ঝাঁপাতে হবে। মন্ত্র হল মন্ত্র – মেরা বুথ, সবসে মজবুত। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়েছে সাংগঠনিক বৈঠক। শোনা যাচ্ছে এবার থেকে মাসে ২ দিন অমিত শাহ ও মাসে ৩ দিন জেপি নাড্ডা এসে এরাজ্যেই থাকবেন। খতিয়ে দেখবেন সংগঠন, নেবেন কাজের খতিয়ান। ফর্মুলা ২৩-এর মন্ত্র অনুযায়ী ‘মেরা বুথ, সবসে মজবুত’-এর পালন করতে সাংগঠনিক শক্তি অনুযায়ী বিজেপির বুথ স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছে ৷ বুথগুলিকে ভাগ করা হচ্ছে চার ভাগে – এ বি সি ডি ৷ এ বুথে সাংগঠনিক শক্তি সবচেয়ে বেশি ৷ ডি বুথে সাংগঠনিক শক্তি সবচেয়ে কম ৷ দলের ৫ সাংগঠনিক জোনের ‘আসল’ খবর দিল্লিকে জানাবেন ৷ এছাড়াও রাজ্যের আইটি সেলের কর্মকাণ্ড দেখবেন অমিত মালব্য ৷
Be the first to comment