রোজদিন ডেস্ক : – মোদী বাহিনীকে ক্ষমতাচ্যুত করতে গত বছর বিজেপি বিরোধী দলগুলি মিলে তৈরি হয়েছে জোট, যার নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’। তবে এ রাজ্যে লোকসভা নির্বাচনে একাই লড়ছে তৃণমূল। ইন্ডিয়া জোট হয়নি। তবে সর্বভারতীয় স্তরে জোটে রয়েছে তৃণমূল। এদিনও মমতা বললেন, ‘ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে।’
সোমবার বনগাঁর সভা থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সেখানকার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে নাম না করে নিশানা করেছেন মমতা। তিনি বলেন, ‘এখানকার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কী কাজ করেছেন? কিছু করেছেন? কিছু কাজ করেননি, শুধু ঘুরে বেড়িয়েছে। নাগরিকত্ব দেবে বলে কোথাও কোথাও টাকা তুলেছেনে।’ তারপরেই মমতা বলেন, ‘তাঁকে সবার আগে আবেদন করতে বলুন। কেন করছে না? কারণ বিদেশি হয়ে যাবে।’
বিজেপি নয়, ক্ষমতায় আসছে ‘ইন্ডিয়া জোট’, সোমবার এমনই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর সভায় বাংলার মুখ্যমন্ত্রী বললেন, ‘মোদী আসছে না।’ একইসঙ্গে জানালেন লোকসভা ভোটে ঠিক ক’টা আসন পাবে বিজেপি। কত আসন পেতে চলেছে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’, তারও আভাস দিলেন তৃণমূলনেত্রী। মোদীর গ্যারান্টি ‘৪২০’ বলে কটাক্ষও করেছেন মমতা।
এবার লোকসভা ভোটে এনডিএ জোট ৪০০ আসনে জেতার লক্ষ্যমাত্রা নিয়েছে। ৪০০ পার করবে পদ্মশিবির, একথা ইতিমধ্যেই বলেছেন মোদী-শাহরা। এবার এই নিয়ে বনগাঁর সভায় মমতা বললেন, ‘দুশোও পার হবে না, ৪০০ হবে কী করে!’ এরপরেই মমতার ভবিষ্যদ্বাণী, ‘মোদী আসছে না। ১৯০-১৯৫টি আসন পাবে বিজেপি। এখনও পর্যন্ত যা হিসেব করা হয়েছে, তাতে ইন্ডিয়া জোট ৩১৫টি আসন পাবে।’
Be the first to comment