পিয়ালি :- লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর , বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক বসে দিল্লী তে। কংগ্রেস এর সর্বভারতীয় সভাপতি মল্লিকারজুর্ন খড়গের বাড়িতে হয় এই বৈঠক।
২ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন খাড়গে। জানা যায়, ইন্ডিয়া জোট আপাতত সরকার গঠনে অংশগ্রহণ করবে না। এই ব্যাপারে জোটের শরিকরা প্রায় সকলেই একমত। এই সিদ্ধান্ত কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী কেও জানানো হয়।
উনিও সহমত হন। এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে তৃণমূলের প্রতিনিধি হিসাবে পাঠান। জোটের শরিকরা প্রত্যেকই অখিলেশ যাদব ও অভিষেকের বন্দ্যোপাধ্যায় এর প্রশংসায় ছিলেন পঞ্চমুখ।
যেভাবে তাঁরা নিজেদের রাজ্যে দলকে সাফল্য এনে দিয়েছেন তা উল্লেখযোগ্য। খাড়গে যখন সাংবাদিকদের মুখোমুখি তার এক পাশে সোনিয়া গান্ধী ও আর এক পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দেখা যায়। যেন অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়।
বৈঠকে রাহুল গান্ধী বলেন ” মোদী ব্র্যান্ড শেষ… মানুষ মোদীর বিরুদ্ধে রায় দিয়েছেন।” তা সত্ত্বেও আমরা সরকার গঠনে চেষ্টা না করে একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। অন্যান্য জোট শরিকরাও এই সিদ্ধান্তে সহমত হন।
Be the first to comment