মোদী-শাহকে নিশানা করলেন অধীর চৌধুরী

Spread the love

প্রত্যাশামতোই শীতকালীন অধিবেশনের প্রথম দিনে ফারুক আবদুল্লাকে বন্দি করা নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলো বিরোধীরা। ১০৮ দিন বন্দি হয়ে রয়েছেন ফারুক আবদুল্লাহ। অথচ অগাস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন তাঁকে বন্দি করা হয়নি। এখনই ফারুখ আবদুল্লাকে মুক্তি দেওয়া হোক। এটা ওঁর সাংবিধানিক অধিকার। একইসঙ্গে পি চিদম্বরমের মুক্তির দাবিও তুললেন অধীর রঞ্জন চৌধুরী।

তবে শুধু অধীরই নন, NCP-DMK নেতারাও ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লার মুক্তির দাবিতে অধীবেশনের শুরু থেকেই সোচ্চার হন। ‘বিরোধীদের উপর হামলা বন্ধ হোক। আমরা বিচার চাই।’ দাবিতে স্পিকারের সামনে বিক্ষোভও দেখান বিরোধী সাংসদরা। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা খারিজ করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই ঘোষণার সময় থেকেই গৃহবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। একই দাবিতে লোকসভা ত্যাগ করেন কংগ্রেস ও NC সাংসদরা।

পাশাপাশি এদিন কাশ্মীর নিয়েও বিজেপিকে নিশানা করেন অধীর। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের উপত্যকা সফরের বিরুদ্ধে সোচ্চার কংগ্রেস সাংসদ বলেন, রাহুল গান্ধীকে পর্যন্ত শ্রীনগর থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হল। তখন বিদেশি প্রতিনিধিদের আমন্ত্রণ করে কাশ্মীর ঘুরিয়ে আনছে সরকার। কাশ্মীর তো অভ্যন্তরীণ বিষয় ছিল, তবে এই সরকারই তাকে আন্তর্জাতিক ইস্যু বানিয়ে তুলেছে।

এছাড়াও সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে SPG কম্যান্ডোর পরিবর্তে জেড প্লাস + নিরাপত্তা নিয়েও সরব হয়েছেন অধীর। অতীতে নিরাপত্তায় ফাঁকের কারণেই যে ইন্দিরা ও রাজীব গান্ধীর মৃত্যু, সেই প্রসঙ্গ মনে করিয়ে সনিয়া-রাহুলদের প্রাণের ঝুঁকি নিয়ে লোকসভায় আশঙ্কা প্রকাশ করেন সংসদের নিম্নকক্ষে কংগ্রেসের দলনেতা। প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের নিরাপত্তা থেকেও SPG কম্যান্ডো সরিয়ে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তা নিয়েও সোচ্চার হন অধীর চৌধুরী।

শুনুন!