ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)
পিয়ালি আচার্য,
দেশের রাজধানীতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ডাকা ধর্না মঞ্চে বিরোধী ঐক্যের ছবি ফুটে উঠলো। এদিনের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার, ফারুক আবদুল্লা, চন্দ্রবাবু নাইডু তো ছিলেনই। পাশাপাশি সিপিএমের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআই য়ের বর্ষীয়ান নেতা ডি রাজা এবং কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মাও উপস্থিত ছিলেন।
এদিন মমতা তাঁর বক্তৃতায় ‘মোদী হঠাও, দেশ বাঁচাও’ এই স্লোগানকে আরও একবার তুলে ধরেন। তিনি বলেন, দেশে এখন ডেমোক্র্যাসি নয়, নমোক্র্যাসি বা মোদীক্র্যাসি চলছে। পাশাপাশি এদিন মমতা অমিত শাহ এবং নরেন্দ্র মোদী দুজনকেই বলেন গব্বর সিং এবং এই দুই গব্বর সিংয়ের হাত থেকে দেশের জনগণকে বাঁচাতে কংগ্রেস, সিপিএমের সঙ্গেও জোট বাঁধতে তাঁর কোনও আপ্ততি নেই; একথাই দিল্লিতে ধর্না মঞ্চ থেকে বলেন বাংলার মুখ্যমন্ত্রী।
তবে এদিন একথাও তিনি মনে করিয়ে দেন যে রাজ্যে কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে লড়ার অভিজ্ঞতা তাঁদের আছে। অতএব বক্তব্যে পরিষ্কার যে, রাজ্যে কংগ্রেস বা সিপিএমের সঙ্গে কোনওরকম জোটের প্রশ্নই ওঠে না। মমতা বলেন, সিপিএম, কংগ্রেস এবং বিজেপি একসঙ্গে মিলে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে। তাই তিনি জানান, কংগ্রেসের সঙ্গে আসন বোঝাপড়া হলেও মানুষ তৃণমূলকেই ভোট দেবেন এবং আমরা ৪২এ ৪২টি আসনই পাবো। এছাড়াও মমতা এদিন বিজেপির পার্টি অফিসকে কটাক্ষ করে বলেন এটা একটা শপিং মল। অন্যদিকে, কংগ্রেস যেসব রাজ্যে শক্তিশালী যেমন রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগড় সেখানে কংগ্রেসকে একা লড়ার এবং পাশে তৃণমূল থাকবে একথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইভাবে বাংলার অগ্নিকন্যা দিল্লির যন্তর মন্তরে বক্তাদের মধ্যে মোদী বিরোধিতায় তীব্র সুর চড়ান। তাঁর বক্তব্য শুনে উপস্থিত মহাজোটের সমর্থকরা করতালি দেন।
এদিন কী বললেন মমতা?
ক্লিক করুন নীচের লিঙ্কে!
Be the first to comment