বেকার যুবকদের জন্য এক অনন্য পদক্ষেপ নিয়েছে রাজ্য শ্রম দপ্তর। তারা বেকারদের পাট স্পিনিং এবং উইভিং প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। পাট শিল্পে যাতে রাজ্যের বেকাররা কাজ পায়, সেজন্য এই উদ্যোগ। ২০১৮-১৯ সালে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রম দপ্তর একটি সমীক্ষা করে দেখেছে পাটশিল্পে সবসময় প্রশিক্ষিত কর্মীর চাহিদা থাকে। এইজন্য তিন মাসের এই প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।
বিভিন্ন জেলার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এই প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। এই প্রশিক্ষণের জন্য যুবকে তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। বিভিন্ন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে একমাসের প্রশিক্ষণ নিয়ে কর্মীদের পাটের কোনও কলে পাঠানো হবে হাতে কলমে আরও দুমাস প্রশিক্ষণ নেওয়ার জন্য। ইতিমধ্যেই বাঁকুড়া, হাওড়া, দমদম, বারাকপুর, চুঁচুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, কালনা, বোলপুর ও শ্রীরামপুরে প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। বসিরহাট, উলুবেড়িয়াতে দুটি উপকেন্দ্র খোলা হয়েছে।
Be the first to comment