ছবি- (এএনআই)
উত্তরপ্রদেশের সোনভদ্রে জমি বিবাদের জেরে নিহত হয়েছেন ১০ জন । আহত হয়েছেন একাধিক মানুষ। এই ঘটনার পরই যোগী সরকারের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। শুক্রবার সোনভদ্রে যাওয়ার পথে মির্জাপুরেই আটক করা হয় প্রিয়াঙ্কা গান্ধীকে। যদিও শনিবার নিহতদের পরিবারের সঙ্গে দেখা করার পর সরাসরি যোগী সরকারকেই নিশানা করেছেন প্রিয়াঙ্কা।
নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর প্রিয়াঙ্কা জানিয়েছেন আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আর তাতে বাধা দিলে নির্মমভাবে ১০ জনকে হত্যা করা হয়েছে। জমির অধিকার ফিরিয়ে দিতে হবে, এমনটাই জানিয়েছেন প্রিয়াঙ্কা। পাশাপাশি তিনি আরও বলেন যোগী আদিত্যনাথের সরকার দায়িত্ব পালনে ব্যর্থ।
উল্লেখ্য, শুক্রবার থেকেই চুনার দুর্গের গেস্ট হাউসে বন্দি ছিলেন প্রিয়াঙ্কা। গেস্ট হাউসের আলো, জল বন্ধ ছিল ৷ প্রিয়াঙ্কা বলেন, উত্তরপ্রদেশ সরকারের দায়িত্ব অপরাধীদের ধরা। আমার দায়িত্ব অসহায় পরিবারগুলোর পাশে থাকা। আমাকে কেউ দায়িত্ব পালনে আটকানো যাবে না। উত্তরপ্রদেশ সরকার আমাকে নিয়ে না ভেবে বরং অপরাধীদের গ্রেফতার করুক।
Be the first to comment