COVID ১৯ নিয়ে দেশবাসীর উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত জনতা কারফিউ পালন করাার আবেদন জানালেন তিনি। জরুরি কাজ ছাড়া না বেরোনোর পরামর্শও দিলেন। পাশাপাশি এই পরিস্থিতিতে যারা কাজ করছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ওই দিন বিকেলে ৫ মিনিটের জন্য তালি, থালা বা ঘণ্টা বাজাতে বললেন প্রধানমন্ত্রী।
এখনও পর্যন্ত ভারতে কোরোনায় আক্রান্ত হয়েছেন দেড়শোরও বেশি। মৃত্যু হয়েছে ৩ জনের। এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে মানুষকে সজাগ করতে সচেতনতামূলক প্রচার করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। আর তা নিয়েই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।
প্রথমদিকে, বেসরকারি পরীক্ষাকেন্দ্রগুলিকে এর মধ্যে যুক্ত করায় অনিচ্ছা ছিল, যদিও এখন তাদের যুক্ত করার কথা ভাবছে সরকার। মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রক জানায়, এই “বেড়ে চলা পরিস্থিতি” মোকাবিলায় সব রকমভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং মল, সিনেমা হল বন্ধ করা হয়েছে। স্থগিত রাখা হয়েছে সমস্ত পরীক্ষাও। পাশাপাশি বন্ধ রয়েছে পর্যটন কেন্দ্র, ত্রীড়া কর্মসূচি সহ একাধিক অনুষ্ঠান। কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে কয়েকটি রাজ্য সরকারও। কোরোনা ভাইরাস মোকাবিলায় ভারতের প্রচেষ্টাকে প্রশংসা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
Be the first to comment