রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক :- তৃণমূল কংগ্রেস থেকে ‘সাময়িক বিরতি’ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসুস্থতার কারণে সেই সাময়িক বিরতি নিচ্ছেন বলে দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে কতদিনের জন্য সেই বিরতি নিচ্ছেন, তা খোলসা করেননি। আগামী ১০ জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনের সময় তিনি ময়দানে থাকবেন?
লোকসভা নির্বাচন মিটেছে ৪ জুন ৷ এর ৮ দিনের মাথায় রাজনীতি থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টে তিনি নিজেই এ কথা জানিয়েছেন ৷ তিনি কিছুদিনের জন্য রাজনীতি থেকে দূরে থাকলেও তাঁর বিশ্বাস, এই সময়ে রাজ্যবাসীর প্রয়োজনীয়তার দিকগুলির উপর খেয়াল রাখবে পশ্চিমবঙ্গ সরকার ৷ চিকিৎসাজনিত কারণেই রাজনীতি থেকে সাময়িক বিরতি বা ছুটি নেবেন বলে উল্লেখ করেছেন তৃণমূল সেনাপতি ৷
যদিও লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জনসমক্ষে এসেছিলেন, তখন তাঁকে কিছুটা বিধ্বস্ত লাগছিল। চোখে-মুখে একটা ক্লান্তির ছাপ ছিল। সেইসময় মনে হয়েছিল, দীর্ঘদিন ধরে যে হাড়ভাঙা খাটুনি হয়েছে, সেটার কারণে হয়ত এরকম লাগছে অভিষেককে। রাজ্যের প্রতিটি প্রান্তে গিয়ে প্রচার করেছিলেন। তৃণমূলের স্ট্র্যাটেজি সাজিয়েছিলেন। সেটারই ছাপ পড়েছে শরীরে।
অভিষেক জানিয়েছেন, ‘সাময়িক বিরতির’ সময় তৃণমূলের সাংগঠনিক কাজ থেকে দূরে থাকলেও মানুষের মধ্যেই থাকবেন তিনি। সাধারণ মানুষ কী সুবিধা পাচ্ছেন, কী অসুবিধা আছে, কোথায়-কোথায় উন্নতির প্রয়োজন আছে, সেটা বোঝার চেষ্টা করবেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, ‘আমাদের মানুষ এবং বিভিন্ন শ্রেণির কী চাহিদা, সেটা আরও ভালোভাবে বোঝার ক্ষেত্রে এই সাময়িক বিরতির সময়টা আমার কাছে একটি নয়া সুযোগ হতে চলেছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*