রাজস্থানের মুখ্যমন্ত্রী হতে চান পাইলট, দাবি মানলে তবেই দেখা করবেন সোনিয়া-রাহুলের সঙ্গে

Spread the love

এখনও নিজের দাবি থেকে সরে আসেননি রাজস্থানের বিদ্রোহী কংগ্রেস নেতা শচীন পাইলট। জানা গিয়েছে, তাঁর দাবি এক বছরের মধ্যে তাঁকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ দিতে হবে। এই দাবি মেনে নিলে তবেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করবেন তিনি। 

কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কারও সঙ্গে যোগাযোগ নেই শচীন পাইলটের। কেবল কংগ্রেসের সাধারণ সম্পাদক পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা প্রিয়ঙ্কা গান্ধী বঢড়ার সঙ্গেই যোগাযোগ করেছে তাঁর। প্রিয়ঙ্কার মাধ্যমেই নিজের দাবি সনিয়া-রাহুলের সামনে তুলে ধরছেন পাইলট। প্রিয়ঙ্কা চেষ্টা করছেন কথা বলে পাইলটকে বোঝানোর। কিন্তু তিনি নাকি নিজের দাবিতে অনড়।

প্রিয়ঙ্কার এক ঘনিষ্ঠ সূত্রে খবর, শচীন পাইলট চাইছেন সাংবাদিক বৈঠক করে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ঘোষণা করুক যে তাঁকে রাজস্থানের মুখ্যমন্ত্রী করা হবে। একমাত্র তখনই তিনি সনিয়া ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করবেন। কংগ্রেসের তরফে পাইলটকে রাজস্থানের উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পরে পরিস্থিতি আরও জটিল হয়েছে। প্রিয়ঙ্কার হাজার অনুরোধেও নাকি এখন কাজ হচ্ছে না। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের উপর ভরসা রাখতে নারাজ পাইলট। তাই এখনও নিজের দাবি থেকে সরছেন না এই তরুণ নেতা।

সূত্রের খবর, বুধবারও নাকি ফোনে প্রিয়ঙ্কাকে শচীন পাইলট বলেছেন, একদিকে কংগ্রেস বলছে তাঁর জন্য দরজা খোলা রয়েছে। অন্যদিকে তাঁকে উপমুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। তাঁর বিধায়কপদও প্রশ্নের মুখে। তাঁর অভিযোগ, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট গান্ধী পরিবারের কাছে তাঁর নামে মিথ্যে বলেছেন। তাঁর ভাবমূর্তি নষ্ট করেছেন।

এরমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে পাইলট ও তাঁর ১৮ বিধায়ক। এই পদক্ষেপে কংগ্রেস নেতৃত্ব আরও ক্ষুব্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে। পাইলটের এই পদক্ষেপের ফলে দলে তাঁর জায়গা আরও খারাপ হতে পারে বলেই খবর কংগ্রেস অন্দরের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*