রাজ্যে কেন্দ্রীয় দল আসা নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি অভিযোগ করেন, রাজ্যকে অন্ধকারে রেখে কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে।
এই চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, সকাল ৯.৪০ মিনিটে এ দিন রাজ্যে প্রতিনিধি দল পাঠানো নিয়ে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ তার আধ ঘণ্টার মধ্যেই সকাল ১০.১০ মিনিটে কার্গো বিমানে করে কলকাতা বিমানবন্দরে পৌঁছে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল৷
তাঁর অভিযোগ আগে থেকে রাজ্যকে কিছু না জানিয়ে এভাবে প্রতিনিধি দল পাঠিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়িতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্র৷ অথচ গত ২ এপ্রিলের পর কালিম্পংয়ে নতুন করে কোনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি৷ ৪ এপ্রিলের পর জলপাইগুড়িতে কোনও নতুন সংক্রমণের খবর পাওয়া যায়নি৷
Be the first to comment