রাজ্যজুড়ে বাড়ছে রাতের তাপমাত্রা

Spread the love

শীত বিদায়ের পালা শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন হালকা শীতের আমেজ থাকলেও ক্রমশ বাড়তে থাকবে রাতের তাপমাত্রা। তবে, আগামী কয়েকদিন হালকা শীতের আমেজ থাকবে।

যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরের হাওয়ার দাপট ক্রমশ কমছে। সেই সঙ্গে সমুদ্র থেকে আসা পূবালী হাওয়ার দাপট বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সকালে শীতের পোশাক লাগলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হবে।

কলকাতায় আজ সকালে হালকা শীতের আমেজ রয়েছে । তবে আগামীকাল বৃহস্পতিবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিনে ৪ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে । সপ্তাহ শেষে আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টির পূর্বাভাস নেই । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকাতে আকাশ মেঘলা থাকবে । কলকাতার আজকের আকাশ পরিষ্কার রয়েছে । গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি । আজ সকালে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ।

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ, সর্বনিম্ন ৩২ শতাংশ । উত্তর-পশ্চিম ভারতে ফের একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা দেখা দিয়েছে । ওই পশ্চিমী ঝঞ্ঝার দাপটে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের কিছু অংশে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ৷ অন্যদিকে, বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশার ঢাকতে পারে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরাখণ্ড ও দিল্লির কিছু অংশ ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*