বাম কংগ্রেসের মিলিত সাংবাদিক সম্মেলনে বুধবার ৪ঠা নভেম্বর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও একাধিক কথা উঠে আসে। আব্দুল মান্নান বলেন বিরোধীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। তিনি এক্ষেত্রে আরও বলেন গণতন্ত্রকে ধ্বংস করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি আগুন নিয়ে খেলছেন। পুলিশ দলীয় নিয়ন্ত্রণে চলছে, তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
অন্যদিকে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন আইন-শৃঙ্খলা বলে রাজ্যে কিছু নেই। এই আমলে শুট আউট, খুন করে ঝুলিয়ে দেওয়া এগুলির সংখ্যা বেড়ে গেছে। তাই পুলিশের ওপর নির্ভর করতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ছত্রধর মাহাতো, বিমল গুরুং যাদেরকে এক সময় নিজেরাই দোষী সাব্যস্ত করেছিলেন, তাদেরকে নিয়ে আসতে হচ্ছে দলে। সুতরাং আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে তলানিতে ঠেকেছে সেকথাই বলা বাহুল্য।
Be the first to comment