রাজ্যের দুই জেলায় ইন্টারনেট চালুর নির্দেশ

Spread the love

ক্রমেই শান্ত হচ্ছে রাজ্যের পরিস্থিতি৷ কেন্দ্রের আইনের প্রতিবাদে শান্তিপূর্ণ পথে আন্দোলনের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাগরিকত্ব আইন ও এনআরসির প্রতিবাদে রাজ্যজুড়ে চলা হিংসাত্মক আন্দোলন এখন অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে৷ তারই জেরে রাজ্যের দুই জেলায় বন্ধ থাকা ইন্টারনেট পরিষেবা ফের চালুর নির্দেশ দিল রাজ্য সরকার৷ আপাতত হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ইন্টারনেট পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে৷ ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ রয়েছে উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরে৷ পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বাকি জেলা গুলিতেও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হবে৷

নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির প্রতিবাদে দেশের বিভিন্ন অংশের সঙ্গেই বিক্ষোভে উত্তাল হয় বাংলা৷ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নেমে বিষোদগার করতে থাকেন মানুষ৷ আন্দোলনের নামে গত কয়েকদিন ধরে এককথায় তাণ্ডব চলে রাজ্যের বিভিন্ন জেলায়৷ বাস জ্বালিয়ে, ট্রেন পুড়িয়ে প্রতিবাদে সামিল হন আন্দোলকারীদের একাংশ৷ জেলায় জেলায় চলে রাস্তা অবরোধ৷ রেললাইনেও আগুন ধরিয়ে বিক্ষোভে সামিল হন একংশ৷ রাজ্যজুড়ে বেড়ে চলা অশান্তির ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন হয়ে পড়ে রাজ্য প্রশাসন৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু ক্ষেত্রে বিক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে৷ সেই কারণেই বিক্ষোভ চরম আকার নেওয়া এমন ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ তড়িঘড়ি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, মালদহ ও উত্তর দিনাজপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়৷

এরই পাশাপাশি প্রশাসনের বিভিন্ন মহল থেকে শান্তি বজায় রাখার জন্য আন্দোলকারীদের আবেদন জানানো হয়৷ কেন্দ্রীয় আইনের প্রতিবাদে শান্তিপূর্ণ পথে আন্দোলনের বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ্যায়ও৷ আন্দোলনের নামে হিংসা বা সরকারি সম্পত্তি নষ্ট করা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেন্দ্রীয় আইনের প্রতিবাদে নিজেও আন্দোলনে নেমেছেন মমতা বন্দ্যোধ্যায়৷ সোমবার থেকে পথে নেমে শান্তিপূর্ণ পথে প্রতিবাদ জানাচ্ছেন তৃণমূলনেত্রী৷

এদিকে, আগের চেয়ে বেশ খানিকটা শান্ত হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতি৷ আর তাই এই দুই জেলায় বন্ধ থাকা ইন্টারনেট পরিষেবা ফের চালুর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ যদিও এই দুই জেলার সব জায়গায় বৃহস্পতিবার দুপুরের পরেও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হয়নি বলেই জানা গিয়েছে৷ একইভাবে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর ২৪ পরগনার পরিস্থিতিও এখন অনেকটাই শান্ত৷ ধীরে ধীরে ওই চার জেলাতেও ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*