এরাজ্যে বেড়েছে বাঘের সংখ্যা এমনটাই বলছে বনদপ্তরের সাম্প্রতিক এক সমীক্ষায়। প্রায় ২৮০০ বর্গ কিঃ মিঃ বিস্তৃত সুন্দরবনের ম্যানগ্রোভ অরন্যে ক্যামেরা ট্র্যাপ প্রযুক্তির মাধ্যমে গত কয়েক মাস ধরে সমীক্ষা চালিয়ে ধরা পড়েছে ৮৪টি বাঘ। সুন্দরবনে কেন্দ্রীয় সরকার ২০১৪ সালে যে গণনা চালিয়েছিল, তার থেকে বাঘের সংখ্যা বেড়েছে ৮টি। এই সংখ্যা খুবই আশাপ্রদ। অপ্রাপ্তবয়স্ক এবং শিশুবাঘকেও গণনায় ধরা হলে মোট বাঘের সংখ্যা ১০৩ ছাড়িয়ে যাবে। ক্যামেরায় যতগুলো বাঘ ধরা পড়েছে তাদের মধ্যে অন্তত ৫০টি বাঘই পুরুষ।
জানা যায় ১২০ জোড়া নাইট-ভিশন ক্যামেরা, অল অয়েদার ক্যামেরা সেট করা হয়েছিল। ক্যামেরাগুলিতে যে কয়েক হাজার ছবি ধরা পড়েছে সেখানে বাঘের গায়ের ছাপ দেখেই এই সংখ্যা পাওয়া গেছে।
Be the first to comment