রাজ্য বিধানসভায় বাজেট প্রস্তাব ঘিরে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব বিজেপি শিবির। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন ওয়াক আউট করে বিজেপি। বিধানসভা চত্বরের বাইরেই চলে বিক্ষোভ। সেই প্রসঙ্গে বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার বলেন, “এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে লড়াই চলছে। আজ বাজেট হচ্ছে। এই বাজেট দেখব খেলা মেলা দানের বাজেট। অথচ সরকারি কর্মচারীদের বঞ্চনার ইতিহাস। ২৮ শতাংশ ডিএ বাকি। এই রাজ্যে এমন অবস্থা যে টাকা দেওয়া হয়েছে, এমন ক্লাব নেই। রাজ্য সরকার এগিয়ে বাংলা বলছে, জনগন বলছে পিছিয়ে বাংলা।
উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা নিয়ে দীর্ঘদিন ধরে সরকারি কর্মীদের একাংশের মধ্যে অসন্তোষ রয়েছে। এবার সেই ইস্যুকেই ফের একবার উস্কে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি। এর পাশাপাশি অনুব্রত মণ্ডল সংক্রান্ত বিষয়েও শুক্রবার রাজ্যের শাসক শিবিরকে এক হাত নেন সুকান্ত মজুমদার। বলেন, “বীরভূমের এক নেতা আজ তো হাইকোর্টে রক্ষা পেলেন না।” সেই সঙ্গে রাজ্যের আর্থিক দশা সম্পর্কে তাঁর বক্রোক্তি, “রাজ্য সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। শিক্ষকরা পেনশন পাচ্ছেন না। রাজ্য সরকারকে যারা গাড়ি দেয়, তাদের তিন মাস টাকা বাকি। রাজ্য যদি চালাতে না পারেন, ছেড়ে দিন তবে। সব জানেন উনি। হাঁটতে হাঁটতে বাজেট তৈরি করেন। এখন নোবেল পুরস্কার পাওয়া বাকি।
এর পাশাপাশি, রাজ্যের শাসক দলের নেতাদের প্রসঙ্গে তাঁর মন্তব্য, “এমন পকেটমার আগে দেখা যায়নি । সব তৃণমূল নেতা, যাঁরা রাজনীতি এসেছিলেন তখন কত সম্পতি ছিল, এখন কত কোটি টাকার সম্পত্তি? দিদির কত টাকার সম্পত্তি? জানাক তিনি।” উল্লেখ্য, রাজ্য সরকারের কোষাগারের অবস্থা যে বিশেষ ভাল নয়, তা এর আগেও একাধিকবার ইঙ্গিত পাওয়া গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠকে, অতিরিক্ত দাবি-দাওয়ার জন্য ধমকও দিয়েছিলেন। শুক্রবার রাজ্যের বাজেট প্রস্তাব পেশের পর তা আরও স্পষ্ট। যদিও মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অমিত মিত্র, শাসক দলের প্রত্যেকেই এই আর্থিক দুরাবস্থার দায় চাপিয়েছেন কেন্দ্রীয় সরকারের উপর। বকেয়া জিএসটি থেকে শুরু করে বিভিন্ন আর্থিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অমিত মিত্র।
যদিও রাজ্যের আর্থিক এই দুর্দশার মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন। জানিয়েছেন, কোনও প্রকল্প বন্ধ হবে না। তবে বঙ্গ বিজেপি শিবির রাজ্য সরকারের বাজেট প্রস্তাব ঘিরে তৃণমূলকে চাপে রাখার কোনও সুযোগ হাতছাড়া করতে চাইছে না।
Be the first to comment