রোজদিন ডেস্ক :- আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই প্রতীক্ষার অবসান।বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল।
এবার মাধ্যমিক শুরু হয়েছিল ২রা ফেব্রুয়ারি থেকে, শেষ হয় ১২ ই ফেব্রুয়ারি।স্বভাবতই অধীর অপেক্ষায় পরীক্ষার্থীরা।
২০২৪-এ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখের সামান্য বেশি। মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে রেজাল্ট প্রকাশ করা হবে। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল।
পর্ষদ সূত্রে খবর, ফলাফল জানা যাবে- wbbse.wb.gov.in এবং Wbresults.Nic.In -এ ক্লিক করে।
প্রসঙ্গত, ১৯ শে এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট চলবে ১লা জুন পর্যন্ত। ফলে ভোটের মধ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ হবে কিনা সে নিয়ে সংশয় ছিল।
অন্যদিকে এ বছর ১৬ ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৯ শে ফেব্রুয়ারি। ফল প্রকাশ হবে আগামী ৮ ই মে ।
Be the first to comment