রাষ্ট্রপতি ভবনে যাওয়ার সময় আটকানো হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। বৃহস্পতিবার তাঁর নেতৃত্বে কংগ্রেসের একটি দল মিছিল করে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিল। সেই সময় তাঁকে আটকানো হয়। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দের কাছে স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলেন তাঁরা। তাঁরা কৃষি আইন প্রত্যাহারের জন্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইছেন। একই সঙ্গে আটক করা হয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী-সহ একাধিক নেতা-নেত্রীকে। তাঁদের একটি বাসে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের নয়া এই কৃষি বিল নিয়ে মাসখানেক ধরে গোলমাল চলছে। রাজধানী দিল্লির কাছে সিঙ্ঘু সীমান্তে অবস্থান-বিক্ষোভ করছেন কৃষকরা। কৃষকদের হয়েই দাবি জানাতে আজ রাষ্ট্রপতি ভবনে যাচ্ছিলেন কংগ্রেসের নেতা-নেত্রীরা। প্রিয়াঙ্কা গান্ধি বলেন, সরকারের বিরুদ্ধে যে কোনও বিষয়ই সন্ত্রাসের উপাদান হিসেবে দেখানো হচ্ছে। আমরা কৃষকদের হয়ে মিছিল করছিলাম।
এদিকে রাহুল, প্রিয়ঙ্কা-সহ কংগ্রেস নেতাদের কেন আটকানো হল, তা নিয়ে দিল্লি পুলিশের বক্তব্য, রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করার জন্য যাঁদের অনুমতি ছিল, শুধু তাঁদেরই প্রবেশ করতে দেওয়া হবে।
Be the first to comment