রাষ্ট্রসংঘের সভায় প্রধানমন্ত্রীর রবি স্মরণ

Spread the love

বিশ্বের দরবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে শোনা গেল রবীন্দ্রসংগীত। শনিবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী তাঁর বক্তব্য শেষ করলেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের লাইন দিয়ে। কবিগুরুকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘শুভ কর্মপথে ধর নির্ভয় গান। সব দুর্বল সংশয় হোক অবসান।’ এরপরই তিনি উপস্থিত সমস্ত দেশের প্রতিনিধিদের জন্য এই লাইনদুটিকে ব্যাখ্যাও করেন। মোদী বলেন, আমাদের কর্মপথে যদি আমরা নির্ভীক হয়ে লড়াই করতে পারি, তাহলে সমস্ত দুর্বলতা আর সংশয় দূর হবে। গুরুদেবের এই লাইনগুলি বর্তমান সময়ে দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক।

এই নিয়ে চতুর্থবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখলেন নরেন্দ্র মোদী। সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেই ছোট্ট ছেলেটা যে একদিন বাবার সঙ্গে চায়ের দোকানে কাজ করতো সে আজ চতুর্থবারের জন্য রাষ্ট্রসংঘের সাধারণ সভায় চতুর্থবারের জন্য বক্তব্য রাখছে। ভারত গণতন্ত্রের জননী, আমি এই দেশের প্রতিনিধিত্ব করছি। এই বছর ১৫ আগস্ট ভারত ৭৫তম স্বাধীনতার বছরে পদার্পন করেছে। আমাদের বৈচিত্র্য দেশের শক্তিশালী গণতন্ত্রের বৈশিষ্ট্য।

শনিবার প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে নজর রেখেছিল গোটা ভারত। এদিন মোদী বলেন, গত দেড় বছরে গোটা বিশ্বকে ১০০ বছরের সবচেয়ে ভয়াবহ মহামারীর মুখোমুখি হতে হয়েছে পাশাপাশি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলিকেও ভারতে এসে ভ্যাকসিন তৈরিতে আবেদন করেছেন তিনি। মোদী জানান, ভারত বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন তৈরি করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*