বিজেপি সরকারের আমলে RBI-এর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবসে ট্যুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
এই সরকারের আমলে আরবিআই-এর মর্যাদা ক্ষুণ্ণ করা হচ্ছে বলে অভিযোগ করে ট্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। RBI-এর প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে বলেন, ‘১৯৩৫ সালে আজই রিজার্ভ ব্যাঙ্কের সূচনা হয়েছিল৷ সব RBI কর্মীকে আমার শুভেচ্ছা৷ কিন্তু ক্ষয়িষ্ণু করে দেওয়া হচ্ছে আরবিআই-কে৷ RBI-এর ঐতিহ্যকে রক্ষা করা উচিত৷’
On this day in 1935, Reserve Bank of India was established. Best wishes to all the employees of @RBI on this occasion. We have seen in recent times, how the dignity of this institution was diminished. The sanctity of these high offices must be maintained.
— Mamata Banerjee (@MamataOfficial) April 1, 2019
Be the first to comment