বুধবার, রুক্মবাই রাউতের ১৫৩ তম জন্মদিবস। আর সেই উপলক্ষেই তাঁকে শ্রদ্ধা জানাল গুগল। অনান্য জনপ্রিয় ব্যক্তিত্ত্বদের মতো রুক্মবাইকেও তাঁর জন্মদিনে স্মরণ করল গুগল ডুডল। বুধবার গুগলের হোম পেজে গেলেই রুক্মবাই রাউতের ছবি ভেসে উঠছে।
প্রসঙ্গত, ১৮৬৪ সালের ২২ শে নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ঔপনিবেশিক ভারতে যেসকল মহিলা ডাক্তারির জন্য নিয়মিত অনুশীলন করেছিলেন তাঁদের মধ্যে রুক্মাবাই রাউত ছিলেন প্রথম মহিলা। যদিও ভারতের প্রথম মহিলা ডাক্তার ছিলেন ডাঃ আনন্দ গোপাল যোশী কিন্তু তিনি তাঁর অনুশীলন ১ বছরের বেশি চালাতে পারেননি তাই রুক্মাবাই রাউতকেই প্রথম ধরা হয়। তিনি ১৮৮৯ সালে মেডিকেল কোর্সে ভর্তি হন এবং ১৮৯৪ সালে দেশে ফিরে আসেন। মাত্র ১১ বছর বয়সে দাদাজি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শুধুমাত্র পুরুষতান্ত্রিক সমাজই নয়, বিভিন্ন সামাজের বিভিন্ন সমস্যা নিয়েও লড়াই করেন তিনি। জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শ্রদ্ধা।
Be the first to comment