‘রূপশ্রী’ প্রকল্পে রাজ্য সরকার গত জুলাই মাস পর্যন্ত প্রায় ৬৭৭ কোটি টাকা খরচ করেছে।
বিধানসভায় পেশ করা মন্ত্রী জানান, গত ৩১ জুলাই পর্যন্ত কন্যাশ্রী প্রকল্পে মোট খরচ হয়েছে ৬৭৭ কোটি ৮ লক্ষ ১৭ হাজার ১২০ টাকা।
জানা যায়, মোট ২ লক্ষ ৬৮ হাজার সুবিধাপ্রাপকের মধ্যে সব থেকে বেশী সংখ্যক রয়েছে মুর্শিদাবাদ জেলায়। ওই জেলা থেকে ৩৫ হাজার ৭০৯ জন রূপশ্রী প্রকল্পে অনুদান পেয়েছেন। দক্ষিণ ২৪ পরগনায় ২২ হাজার ৪১২ জন, উত্তর ২৪ পরগনায় ১৮ হাজার ৬১৪ জন, বাঁকুড়ায় ১৫ হাজার ২৩৬ জন, হুগলিতে ১৪ হাজার ৭৭১ জন, পশ্চিম মেদিনীপুরে ১৪ হাজার ৭০৬ জন এবং পুরুলিয়ায় ১৩ হাজার ২৮৪ জন রূপশ্রীর অনুদান পেয়েছেন। কলকাতায় এই সুবিধা প্রাপকের সংখ্যা ৪,৪০৭ জন। দার্জিলিং জেলায় ৫৬৭ এবং কালিম্পং জেলায় ৪৯৪ জন এই অনুদান পেয়েছেন।
Be the first to comment