রাজ্যে লকডাউন ওঠার এক মাসের মধ্যেই কলেজ গুলিকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা নিতে হবে। এই মর্মে কলেজ গুলিকে নির্দেশিকা দিল কলকাতা বিশ্ববিদ্যালয়।
গতকালই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই নির্দেশিকা আপলোড করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে লকডাউন ওঠার ১০ দিনের মধ্যে কলেজগুলিকে তাদের ক্যাম্পাস স্যানিটাইজ করতে হবে। তবে লিখিতভাবে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে তা এদিনের নির্দেশিকার মাধ্যমে কার্যত স্পষ্ট বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে।
Be the first to comment