লকডাউন কতদিন চলবে সে ব্যাপারে কোনও স্পষ্ট জবাব সোমবার কেন্দ্র বা রাজ্যের তরফে পাওয়া যায়নি। দু’জনেই ইঙ্গিত দিয়েছেন মাত্র। এবং এটা অন্তত বোঝা গিয়েছে, হটস্পট তথা রেড জোনগুলিতে লকডাউনের মেয়াদ বাড়ছেই। এবং ওই এলাকাগুলি রেড থেকে অরেঞ্জ না হওয়া পর্যন্ত সেখানে কঠোর ভাবেই লকডাউনের শর্ত মানা হবে। কোনও কিছু শিথিল করা হবে না।
একথাও বলা হয়েছে আবার যে এলাকা বা জেলাগুলো গ্রিন জোন, অর্থাৎ যেখানে সংক্রমণ এখনও ছড়ায়নি সেখানে, আরও কিছু দোকানপাট খোলা এবং কাজকর্মে অনুমতি দিতে পারে কেন্দ্র। আজ সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন “কেন্দ্র হঠাৎ হঠাৎ একটা করে সার্কুলার দিচ্ছে। বলছে লকডাউন খুব শক্ত করে করতে হবে। খুব কড়া হতে হবে। যাতে কেউ বেরোতে না পারে। আবার বলছে.সব দোকান খুলে দাও!”
তিনি আরোও বলেন, “আমরা চাই দোকান খুলুক, বিজনেস চলুক। দোকান খুললে তো লোক বেরোবে। তখন আমি লোককে কী বলব? লোকে রাস্তায় বেরোলে লকডাউন ব্যর্থ হবে। সিদ্ধান্ত তো একটা হবে। হয় তালা দাও নয় চাবি খোলো। কেন্দ্রের কথায় কোনও ক্ল্যারিটি নেই।”
Be the first to comment