লকডাউন বাড়লো আরোও দু সপ্তাহ, কেমন আছে বাংলা..?

Spread the love

লকডাউনের মেয়াদ আরও দুসপ্তাহ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। গতকালই বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের তরফে বলা হয়েছে, আগামী ১৭ মে পর্যন্ত চলবে লকডাউন। একই সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো নির্দেশিকায় স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে গ্রিন জোনের জেলাগুলিতে কী কী পরিষেবা চালু থাকবে।

কেন্দ্রের তালিকা অনুযায়ী বাংলায় ১০টি জেলা রেড জোন। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং। গ্রিন জোনে রয়েছে আটটি জেলা।

কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম। অরেঞ্জ জোনে রয়েছে পাঁচটি জেলা। হুগলি, দুই বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ।

আজ রাজ্যের তরফে নির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করার কথা। অরেঞ্জ এবং গ্রিন জোনে কী কী ছাড় থাকবে সে ব্যাপারে আজই বলবে নবান্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*