লখনউতে এক বাঙালি ছাত্রের রহস্যমৃত্যু। হোস্টেলের ঘর থেকে উদ্ধার হয়েছে ছাত্রের ঝুলন্ত মৃতদেহ। জানা গিয়েছে মৃত ছাত্রের নাম সোহম মুখোপাধ্যায়। কলকাতার লেক গার্ডেন্স এলাকার যোধপুর কলোনির বাসিন্দা সোহম। লখনউয়ের আই.আই.এম-এ পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল সে। গুয়াহাটি আই.আই.টি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করার পর একটি বহুজাতিক সংস্থায় কয়েক বছর কাজ করেছিল সোহম। তারপর আই.আই.এম লখনউয়ে ভর্তি হয়। কিন্তু, এরকম একজন মেধাবী ছাত্র কেন আত্মহত্যা করল তা নিয়ে উঠছে প্রশ্ন ।
জানা গিয়েছে, সোমবার থেকেই সোহম কারও সঙ্গে সেভাবে কথা বলছিলেন না। কারও ফোনও ধরছিলেন না। তাঁকে হোস্টেল রুমের বাইরে কেউ দেখেননি বলেও জানা গিয়েছে। তদন্তের কাজে সুবিধার জন্য সোহমের ল্যাপটপ এবং মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি কথা বলেছে পড়ুয়ার বন্ধুদের সঙ্গেও। পুলিশ জানিয়েছে, বিভিন্ন লোকের সঙ্গে তাঁরা কথা বলে জেনেছেন বেশ কয়েকদিন ধরেই ব্যক্তিগত কোনও সমস্যায় ভুগছিলেন সোহম।
যদিও, সোহমের আই.আই.এম -এর সহপাঠীরা জানিয়েছেন, সোমবার সন্ধেবেলা, তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্পগুজবও করেন সোহম, তাঁদের ব্যাচের অন্যতম সেরা ছাত্র ছিলেন তিনি। তারপর ঠিক দুদিন বাদে, প্রতিষ্ঠানের হোস্টেলের ঘর থেকে উদ্ধার হল সোহমের ঝুলন্ত দেহ। ফ্যানের সঙ্গে ঝুলছিল সোহমের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি একটি আত্মহত্যার ঘটনা। যদিও মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়নি কোনও সুইসাইড নোট।
Be the first to comment